"ভালোবাসি"
Writer: Md Sojib Khan (Rb)
"ভালোবাসি খুব বেশী", এই কথাটায় জড়িয়েই হয়তো আজ আমি দোষী।
মাঝে মাঝে খুব অদ্ভুত মনে হয় নিজেকে, যখন একান্তেই অতীত নিয়ে ভাবী।
যে মানুষটার নিজেকেই নিজে বিশ্বাস করতে কষ্ট হতো সেই মানুষটা "স্বার্থপর" একটা মানুষকে বিশ্বাস করে "তুমি" নামক গল্পের মায়ায় জড়িয়ে নিজেকে আজ সময়ের কাছে অসহায় করে তুলেছে।
আসলে সে ঠকে নি, যে তোমাকে বিশ্বাস করেছিলো। ঠকেছো তুমি, সত্যিকার একজন ভালোবাসার মানুষের কাছে, বিশ্বাসের কাছে।
আমাদের মাঝে ভালোবাসার সম্পর্ক হওয়ার আগের সম্পর্কটাই অনেক মধুর ও গভীর ছিলো, যতটা নাহ... পরে হয়েছিলো।
কারন তখন আমাদের মাঝে অটুট বিশ্বাস ছিলো, যেটা কিনা নতুন সম্পর্কের পরে সন্দেহের অবকাশে দিনে দিনে হারিয়ে গেছে।
অপেক্ষাটা আজো বিদ্যমান, শুধু "তুমি গল্প"-টা অবর্তমান, মানে ধূসর অতীত। তাই বলে কি "ভালোবাসি" শব্দটা অপবিত্র?
নাহ, আসলে অপবিত্র কিছু মানুষের মন, যেখানে পবিত্র ভালোবাসা পূর্ণতার ছোঁয়া পাওয়ার আগেই অপূর্ণই রয়ে যায়।
ভালোবাসার সম্পর্কের শিরোনামের পূর্বেই ইতি, এমনকি অতীত হয়ে স্মৃতির পাতা থেকেও অনেক সময় মুছে যায়।
আসলে যে মানুষটা অমিমাংসিত ছোট্ট একটা অজুহাতে সম্পর্কের বিদায় জানাতে পারে, অন্ততপক্ষে সে মানুষটার মুখে ভালোবাসি শব্দটা হাস্যকর।
তবুও যখন সে মানুষটা বলে, "ভালোবাসি" তখন বুকের ভেতর কি যে একটা অসহ্যকর যন্ত্রণা অনুভূত হয় সেটা প্রকাশের ভাষা হয়তো কারো বোধগম্য থাকে নাহ।
সুখের বিপরীতে হয়তো জীবন পাড়ি দেয়া যায়, কিন্তু সময়ের বিপরীতে কখনো ফিরে আসা যায় নাহ।
সময়টা এখন অতীত, "ভালোবাসি" গল্পটা আজ অন্য কারো।
যেখানে আমার কোনো অধিকার নেই। মাফ করে দিও আর নিজেকে বদলে নিও।
নাহ হয় শেষ ঠিকানায় ভালোবাসার অভাবের তাড়নায় তিলে তিলে নিঃশেষ হয়ে যাবে।
দোয়া ও শুভ কামনা রইলো, যেনো আমার ভাগ্য তোমার ভাগ্যের সংস্পর্শে নাহ আসে।
ভালো থেকো সবসময়।
আল্লাহ হাফেজ।
Writer: Md Sojib Khan
Voice: Sumaiya Akter Sumu
Published by Emotional Diary.
0 Comments