Ad Code

Responsive Advertisement

Circuit- "চিরকুট"| Romantic Love Story| Sad| Emotional Diary

CIRCUIT- "চিরকুট"



একদিন হুট করে অচেনা গন্তব্য থেকে নামহীন এক চিরকুট আসবে। 

অপ্রত্যাশিত চিরকুটে গোটা অক্ষরে লেখা থাকবে কিছু মায়া মাখানো আত্মকথন। খানিকটা দ্বিধান্বিত হয়ে ছুঁয়ে দেখব সেই লেখাগুলোকে।

তারপর নিয়ম করে একটা একটা করে চিরকুট জমতে থাকবে। যখন আমার খুব বেশি মন কেমন করবে তখন চিঠি গুলো নিয়ে বসব।

 প্রতিটা অক্ষরের মাঝে ডুবে যাবো। চিঠিতে কোথাও ভালোবাসা মিশ্রিত কথন থাকবেনা থাকবে ভালোলাগা গুলো। 

কিন্তু বারংবার ছুঁয়ে দেখার নেশা আমায় টানবে। আমি ভালোবেসে ফেলবো অযাচিত সেই চিরকুট গুলোকে। 

চিরকুট গুলো কখনো আমায় হাসাবে কখনোবা অঝোর ধারায় কাঁদাবে। একসময় সেগুলো আমার নিজস্ব সম্পত্তি হবে। 

বহু বছর পর আবার সেই চিরকুট গুলো থেকে ভালোবাসা শুষে নেবো। মায়া উগলে দেবো তাতে। 

অপরিচিত হয়েই নাহয় সে থেকে গেলো ছোট্ট এক চিরকুটে। 

তবুও খুব করে চাই কেউ একজন লিখুক আমার জন্য। আসুক কোনো দূর কিংবা বহুদূর থেকে একটা চিরকুট কিংবা চিঠি। 

আর অগোচরে বলুক, "এই যে শুনছ? তোমাকে বড্ড মনে পড়ে।"

Writer:
~Monira Jahan
Voice:
~Rb Sojib
Published By Emotional Diary


Post a Comment

0 Comments

Close Menu