Ad Code

Responsive Advertisement

"ডিপ্রেসড"-Depressed- Sad Love Story- Love- Emotional Diary

 "ডিপ্রেসড"-Depressed

Writer: Shohanur Rahman Shohan



অতীত নিয়ে আমাদের ডিপ্রেসড হওয়ার একটা মূল কারন হচ্ছে।

যে মানুষটা কষ্ট দিয়ে চলে গেছে সে মানুষটার সাথে যোগাযোগ রাখা।

সে মানুষটার পূরনো মেসেজগুলো বারবার চ্যাক করা।

সে মানুষটার আইডি ঘাটাঘাটি করা।

সে মানুষটার সাথে কাটানো স্মৃতিগুলো বারবার মনে করা।

সত্যি বলতে আমরা নিজেদের কষ্ট নিজেরাই অর্জন করে নেই।

যে একবার ভেঙে দিয়েছে,তার সাথে যোগাযোগ রেখে বারবার ভেঙে দেওয়ার সুযোগ করে দেই।

তার সাথে কাটানো অতীতের স্মৃতিগুলো বর্তমানে মনে করে নিজেকে বারবার ভেঙেচুরে চূরমার করে নেই!



নিজেকে ভালো রাখার জন্য মাঝেমাঝে আবেগকে মাটিচাপা দিয়ে রাখা উচিত।

যে মানুষটা আমার না।সে মানুষটার সাথে কোনোভাবে নিজেকে জড়ানো যাবেনা।

যতোই কষ্ট হোক,তার থেকে নিজেকে দূরে রাখতে হবে!

হয়তো বা প্রথম-প্রথম একটু কষ্ট হবে,তবুও ধৈর্য ধরে কষ্টটাকে মেনে নিতে হবে।

কারন Time Heals Everything.. সময় একদিন সবকিছুকে বদলে দেয়।সময়ের সাথে সাথে একদিন কষ্টগুলোও চাপা পড়ে যায়!

সেই প্রিয় মানুষটাকে আর মনেই পড়ে নাহ।

সময়ের প্রয়োজনে তাকে খুব সহজেই ভুলে যাওয়া যায়।

তবুও রোজ প্রার্থনার ভালো থাকুক সেই মানুষগুলো। আজকের মতো এখানেই বিদায়


আল্লাহ হাফেজ।


Writer: Shohanur Rahman
Voice: Md Sojib Khan



Published by Emotional Diary.

Post a Comment

0 Comments

Close Menu