"মানুষিকতা" Girls Story
Writer: Md Sojib Khan
প্রিয় মানুষটির মোবাইলে আপনার ফোন ওয়েটিং এ থাকলে সে চিটার। যখন আপনার মোবাইলে সেই মানুষটির ফোন ওয়েটিং এ থাকে তখন অজুহাত ব্যস্ততার।
আপনার মেসেজের রিপ্লাই নাহ আসলে কিংবা আসতে একটু দেরী হলে সে হয় ধোঁকাবাজ। আপনার রিপ্লাই দিতে যখন দেরী তখন সেটা কর্ম ব্যস্ততা।
আপনার চোখের সামনে যখন প্রিয় মানুষটি অপরিচিত ছেলের সাথে কথা বলে তখন সে হয় ছলনাময়ী।
সেই মুহুর্তে খুব Jealous ফিল চলে আসে।
যখন আপনি তার সামনে অন্য একটা মেয়ের হাত ধরে হেটে চলে যান, সেই দৃশ্য কি তার কাছে ভয়াবহ মনে হয় নাহ? সে কি তখন আপনাকে নিয়ে jealous ফিল করে নাহ?
আপনি চাকরি বিহীন থাকার কারনে প্রেমিকা তার পরিবারের পছন্দে বিয়ে করলে, সে হয় প্রতারক।
আর আপনার বোন বেকার ছেলেকে ছেড়ে দিয়ে পরিবারের পছন্দে বিয়ে করলে বাস্তববাদী গুরুভক্ত।
সুন্দর ছেলে অসুন্দর মেয়েকে বিয়ে করলে, ভালোবাসা।
আর সুন্দর মেয়ে অসুন্দর ছেলেকে বিয়ে করলে, সেটা কেবলই টাকার লোভ..!
Congratulations of Your Mind.
আপনাদের চিন্তাধারা ও মানুষিকতার সাধুবাদ জানাই।
আপনাদের মতো মানুষ শুধু মাস্ক ছাড়া কেনো, একেবারে বস্ত্রহীন হয়ে থাকলেও আপনাদের জীবনেও করোনা ভাইরাস ধরবে নাহ।
আপনাদের হিপোক্রেসি দেখে করোনা ভাইরাস নিজেই লজ্জায় মাস্ক পড়ে ঘুরবে।
কারন করোনা ভাইরাসও চায় আপনার নিচু মানুষিকতা গুলো অমরত্ব লাভ করে পৃথিবীতে টিকে থাকুক যুগের পর যুগ।
Writer: Md Sojib Khan
Voice Artist: Md Sojib Khan
Voice Artist: Md Sojib Khan
Published by Emotional Diary.

0 Comments