Ad Code

Responsive Advertisement

কাল তার বিয়ে- Heartless Story- Emotional Diary

কাল তার বিয়ে

Writer: Md Sojib Khan


কাল তার বিয়ে, Emotional Diary


দীর্ঘ ৬ বছরের সম্পর্ক আমাদের। অতঃপর হঠাৎ একটা কল আসে। মুহুর্তেই যেনো জীবনটাই থমকে গেলো।

চাকরিটা পেয়ে যাবো, পেয়ে যাবো বলে টানা দুই বছর অপেক্ষা করিয়েছি। অবশেষে ব্যর্থ  আমি।

ওর সাথে কাটানো সময়গুলো আজ আমাকে প্রচন্ড রকমের কষ্ট দেয়।

আমার রুমালে লেগে থাকা ওর চোখের কাজল, আমার শার্টে লেগে থাকা ওর লিপস্টিকের দাগ, ওর গিফট করা কালো রঙের ঘড়ি, আমার হাতে ছুঁয়ে দেয়া ওর নরম হাতের স্পর্শ, আমার কাঁধে ফেলা ওর ঘন নিঃশ্বাস এসব কিছুই আজ এক একটা ভারী স্মৃতি আমার কাছে।

সেই প্রথম তার সাথে দেখা করেছিলাম তখন তার বাম চোখের বা পাশটাতে একটু বাড়তি কাজল লেগেছিলো। আমার পছন্দের সাদা রুমালটা দিয়ে মুছে দিয়েছিলাম। দাগটা এখনো আছে।

 আমার হারিয়ে যাওয়ার ভয়ে যখন সে ভীষন আবেগে আমায় শক্ত করে জড়িয়ে ধরেছিলো, তখন আমার নতুন ক্রীম কালার শার্টে ওর লাল লিপষ্টিক লেগে গিয়েছিলো। যেটা ওভাবেই যত্ন করে রেখে দিয়েছিলাম।

ওর সাথে দেখা করতে আসতে লেট হতো বলে ও আমাকে একটা কালো রঙের ঘড়ি উপহার দিয়েছিলো, যেনো সেই ঘড়ি দেখে ঠিক সময়ে এসে উপস্থিত হতে পারি। এখনো ঘড়িটা আমার হাতে, শুধু আর তার জন্য হয়তো সময় দেখাটা আর হবে না।

শেষ বার যখন ওর সাথে আমার দেখা হয়েছিলো, আমি ওর চোখে স্পষ্ট দেখেছিলাম আমাকে হারানোর ভয়। সে খুব করে বলছিলো, "যেভাবেই হোক একটা চাকরির ব্যবস্থা করো প্লিজ। বাসা থেকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে।"

আমি এর কোনো উত্তর দিতে পারি নি। সেদিন ও অনেক কেঁদেছিলো, কিন্তু আমার হাতে কোনো উপায় ছিলো না। 

ফিরে আসার শেষ মুহুর্তে আমাকে জড়িয়ে ধরেও অনেক কেঁদেছিলো। তখন তার নেয়া ঘন ঘন নিঃশ্বাস আজো আমার কানে বাজে। গভীর রাতে আজো সেই শব্দটা শুনে প্রায়ই ঘুম ভেঙ্গে যায়। সেই চেনা শব্দ, "খুব ভালোবাসি তোমায়, আমাকে কখনো তোমার চোখের আড়াল করো না প্লিজ।"

তার চোখের পানিতে মিশে থাকা কাজলের কালো দাগ আজো আমার শার্টে স্পষ্ট।

অতঃপর তার ভয়টা আজ সত্যি হতে যাচ্ছে। অনেক কাদঁছিলো সে। তার জন্য এই প্রথমবার ভীষণ কষ্ট হচ্ছিলো, যেটা কিনা বলে বোঝানোর মতো না। 

শেষ বাক্যে আমি তার শেষ কলটা রেখেছিলাম, "অতীত মুছে ভালো থেকো ভবিষ্যতে, বর্তমানটা একটু সামলে নিও নিজেকে।" 

অতঃপর, কাল তার বিয়ে......



Writer: Md Sojib Khan

Published by Emotional Diary.

Post a Comment

0 Comments

Close Menu