বিলাসিতা নয়, ভালোবাসা চাই!
লিখাঃ রাহেবা রাহী
ছোটবেলায় মায়ের ওড়না দিয়ে বউ সাজার ইচ্ছে থেকে প্রত্যেকটা মেয়ে নিজের মনে আস্ত একটা সংসার কল্পনা করে রাখে
একজন মস্ত বড় অফিসার অথবা বিশিষ্ট কোনো বড় মানুষকে বিয়ে করলে হয়ত তোমার ভাত,কাপড়ের অভাব হবে না তার চারপাশে ২৪ ঘন্টা লোকজন থাকবে, তার পিএ থাকবে।
মানুষটা ৩০ দিনের ২৭ দিনই ব্যস্ত থাকবে। তোমার যা যখন যেটা দরকার হবে কার্ড ব্যবহার করে পেয়ে যাবে, পার্লার, শপিং কোনোকিছুরই কমতি হবে নাহ!
তবে যখন একটা সময় সবকিছু ছেড়ে শুধু মানুষটাকে পেতে চাইবে, নিজের হাতে রান্না করে মানুষটার জন্য প্লেট সাজিয়ে বসে থাকবে, বিকেলে একসাথে টং দোকানের চা খেতে ইচ্ছে হবে, জোৎস্না রাতে তার কাঁধে মাথা রেখে সময়টা কাটাতে চাইবে তখন দেখবে সংসারে অশান্তির ছায়া নেমে এসেছে কারণ তুমি একটা মস্ত বড় অফিসারকে বিয়ে করেছ। যার কোনো কিছুর অভাব নেই স্রেফ তোমার জন্য সময়টুকু ছাড়া!💔
জীবনে টাকা, মানুষ দুটো একসাথে খুব কম মানুষের ভাগ্যে ই জুটে!
বেশিরভাগ মস্ত বড় বেশিরভাগ অফিসারের কাছে জোৎস্না বিলাস করাটা স্রেফ রসিকতা!
সারাদিনের মিটিং, অফিস শেষে মানুষটা বাড়িতে কাজ নিয়ে বসলেও তোমার কিছু বলার থাকবে না।
ফিরে চুপ করে ঘুমিয়ে পড়তে হবে। রাগ, অভিমান ভাঙ্গানোর সময় নেই তার🌸
বিত্তবান কাওকে খোঁজার চেয়ে নির্ভরযোগ্য কাওকে খোঁজা শ্রেয়।
যে শত ব্যস্ততার মাঝেও তোমার জন্য সময় বের করে নিবে। যার কাছে তোমার ক্ষুদ্র ইচ্ছার দাম ও আকাশ সমান!💕
লেখাঃ
~Raheebah Rahi
Published By Emotional Diary.

0 Comments