চলে যাওয়াটা কি খুব জরুরী ছিলো
লিখাঃ রুমি
অনুরাগ,
তোমার চলে যাওয়াটা কি খুব জরুরী ছিলো
আজও তোমার চলে যাওয়াটা মেনে নিতে পারিনা,
পারিনা ভুলে থাকতে ll
একটা মানুষকে কেন এত ভালোবাসলে যে চলে যেতে হলো Il যেদিন বলেছিলে নীলা আমি বিচ্ছেদ চাই তোমার থেকে, আমার কান দুটো বন্ধ হয়ে গেছিলো শুনে, বাকরুদ্ধ ছিলাম এই দিনটা আসবে সত্যি ভাবিনি ll তোমাকে বেঁধে রাখার সাহস ছিলো না আমার, হইতো ভালোবাসা পরিপূর্ণ দিতে অক্ষম ছিলাম ll তুমি চলে যাওয়ার পর একঘন্টা দাঁড়িয়ে ছিলাম ঐ জায়গাটায় অঝড়ে বৃষ্টি তে ভিজে ll কি অপূর্নতা যে চলে যেতে হলো ll হুমম, একটু বেশি ভালোবেসেছিলাম তাই জন্য এই অবহেলা পাওনা হবে ভাবিনি কোনোদিন ll
প্রায় দুই মাস আমি বোবা ছিলাম, একটা মানুষ এতটা ভালোবাসে কেন যদি ছেড়েই চলে যাবে ll একটা মানুষ যদি চলে যাওয়ার হয় তবে আসে কেন জীবনে ll দুই মাস আমি কি খেয়েছি তার স্বাধ গন্ধ কিছুই বুঝতাম না ll আস্তে আস্তে নিজেকে বদলেছি ll
অনুরাগ,
আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতাম, এত অযোগ্য কবে থেকে হলাম তোমার কাছে নিজে বুঝিনি, বুঝলে হইতো বদলাতাম, নয়তো আগেই মায়া ত্যাগ করতাম ll
অনুরাগ, চলে গিয়ে কি তুমি খুব ভালো আছো ll এখন নতুন প্রেরশি তোমার কি আমার মত হাতটা ধরতে বলে ll
ফোন করে খবর নেই তুমি ওষুধ টা খেয়েছো কি না ll অভিমান হলে সে ও কি আদরে ভোরে দেয় তোমার ঠোঁটে ll জানতে ইচ্ছে করে ll তাকে কি তুমি বলো বড় চুল রাখতে ওড়না পড়তে, শাড়ি পড়তে, কপালে টিপ পড়তে ll সে কি পড়ে ওগুলো ll জানিনা তোমার মত মনের মানুষ কি না সে, আমার মত ভালোবাসে কি না সে ll
অনুরাগ,
আজ আর কাজল পড়তে হয় না আমার তোমার দিয়া শেষ উপহার আমার চোখ এমনিতেই কালো থাকে ll
চার বছর আগে আজকের দিনে তোমার আমার দেখা হয়েছিল প্রথম, আজ আমার ভেতরে তুমি ঠিক ই আছো ll তোমার ভিতরে আছে অন্য কেউ ll আচ্ছা বলোতো চলে গিয়ে কি সত্যি ভালো আছো ll আমি তো নিজেকে মানিয়ে নিয়েছি ll আমি একা নেই তোমার স্মৃতি আছে বলে ll তোমার কাছে তো আমার স্মৃতি ও নেই ll যদি সে ও তোমাকে এমন ছেড়ে চলে যায় ll কি নিয়ে থাকবে তুমি, একাকিত্ব ছাড়া তো আর কিছু দেখিনা ll
যাক, যেখানে থাকো ভালো থাকো ll একা হোক বা তোমার নতুন প্রেমিকা নিয়ে ll
Writer: Rk Rumi
Published by Emotional Diary.

0 Comments