Ad Code

Responsive Advertisement

"মেয়েগুলো বড্ড বোকা"- Sad Life Story- Bangla Sad Love Story | Girls Story| Emotional Diary

 মেয়েগুলো বড্ড বোকা!

WriterMd Sojib Khan



প্রতিটা মেয়েই চায় ভালো থাকতে তার ভালোবাসার মানুষের মাঝে।

প্রতিটা মেয়েই চায় তার প্রিয় মানুষটিকে নিয়ে একসাথে বাঁচতে।

প্রতিটা মেয়েই চায় তার সংসার জীবনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে।

প্রতিটা মেয়েই চায় তার প্রিয় মানুষটির খুব আপন হয়ে থাকতে।

প্রতিটা মেয়েই চায় তার প্রিয় মানুষটি তাকে একটু বুঝুক। 

প্রতিটা মেয়েই চায় তার রাত জাগা অভিমানগুলো তার প্রিয় মানুষটি বুঝতে পারুক।

প্রতিটা মেয়েই চায় তার সব দুঃখ কষ্ট গুলোকে সে মানুষটি তার ভালোবাসা দিয়ে দূরে সরিয়ে রাখুক।

কিন্তু মেয়েগুলো না বড্ড বোকা। এরা বরাবরের মতোই ঠকে যায়। ঠকে যায় শুধু মাত্র ভুল মানুষকে বিশ্বাস করে।



এরা জানেনা বিশ্বাস সবার উপরে করতে নেই।

এরা জানে না ভুল মানুষকে নিয়ে কখনো জীবন সাজানোর স্বপ্ন দেখতে নেই।

এরা জানে নাহ তার প্রিয়জনটি তার প্রয়োজন হতে আসে নি, এসেছে সেরা অভিনেতার এওয়ার্ড পেতে।

এরা জানে না এদের সব স্বপ্ন বাস্তবতায় পূরণ হয় না।

এরা বোঝে না সব মানুষগুলো এক হয় না, সবাই তাকে বুঝতে চায় নাহ।

এরা জানে না মেয়েরা বরাবরের মতোই তার প্রিয় মানুষটির কাছে অবহেলিত।

এরা জানে না যে তাদের চাওয়া গুলো সবসময় পাওয়া হয়ে উঠে না।

কারন তারা মেয়ে। সমাজে এদের মুখ তুলে কিছু বলার কোনো অধিকার নেই।

তাই হাজারো অন্যায়-অত্যাচার, অবহেলা, দুঃখ-কষ্ট সব আড়ালে রেখে দিব্যি হাসি মুখে বেঁচে আছে।

কারন এরা অন্যের জন্য বাঁচে, কখনো এরা নিজের জন্য লড়ে না। তাই তো এরা মায়ের জাতি, ইতিহাসের সর্বকনিষ্ঠ ও সর্বশ্রেষ্ঠ জাতি।


স্যালুট তোমায়...



WriterMd Sojib Khan
Voice ArtistMd Sojib Khan

Youtube Link.
Facebook Link.

Published by Emotional Diary.

Post a Comment

1 Comments

  1. Nice post heart touching love story bangla amar onek valo laglo . Upnake onek onek donobad ei rokom golpo post korar jonno .

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu