স্ত্রীর সঙ্গে করণীয় কিছু সুন্নাত-স্বামীর জন্য উপদেশ

(স্বামী স্ত্রীর ভালোবাসা ইসলামে এক অফুরন্ত নিয়ামত)


প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) আমাদের জন্য আদর্শ । স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। দাম্পত্য জীবনে প্রত্যেক স্বামীর কর্তব্য হলো, নবী করীম (সাঃ)-এর সুন্নাত পালন করা ।


    ১.  স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঠ রেখে পানি পান করা সুন্নাত।———(মুসলিমঃ৫৭৯)

    ২)  স্ত্রীর কাছে চুল আঁচড়ে নেয়া সুন্নাত। আয়েশা (রাঃ) রাসূল (সাঃ) এর চুল আঁচড়ে দিতেন।
———(বুখারীঃ২৯৫, মুসলিমঃ৫৭১)

    ৩)  স্ত্রীর ব্যাবহার করা মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাত। রাসূল সাঃ যখন মৃত্যু সজ্জায়, তখন রাসূল সাঃ আয়েশা রাঃ এর কোলে শুয়ে ছিলেন এবং রাসূল (সাঃ) বার বার মেসওয়াকের দিকে তাকাচ্ছিলেন, কিন্তু রাসূল সাঃ এতোটাই অসুস্থ ছিলেন যে মেসওয়াক চিবোতে পারবেন না, তাই আয়েশা (রাঃ) মেসওয়াক চিবিয়ে দেন এবং রাসূল (সাঃ) ঐ মেসওয়াক দিয়ে মেসওয়াক করেন। হাদীসে এভাবে লালা একত্রিত হওয়ার কথা উল্লেখ রয়েছে।
———(বুখারীঃ৫২২৬)

    ৪)  স্ত্রীর সাথে একই সাথে গোসল করা সুন্নাত। আয়েশা (রাঃ) এর সাথে এবং কখনো মাইমুনা (রাঃ) এর সাথে রাসূল (ﷺ) পবিত্রতার গোসল করতেন।
———(মুসলিমঃ৬২০, নাসাঈঃ৩৮০)

    ৫)  স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নাত। আয়েশা (রাঃ) হাড় যুক্ত গোশত খাওয়ার পর রাসূল (সাঃ) আয়েশা রাঃ এর খাওয়া হাড় চুষে খেতেন।
————(মুসলিমঃ৫৭৯)

    ৬)  স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতা করা সুন্নাত। রাসূল (সাঃ) এবং আয়েশা (রাঃ) রাত্রীতে সবাই ঘুমোলে দৌড় প্রতিযোগিতা করতেন।
———(ইবনে মাজাহঃ১৯৭৯,আবু দাঊদঃ২৫৭৮)

    ৭)  স্ত্রীর প্রশংসা করা সুন্নাত। রাসূল (সাঃ) আয়েশা (রাঃ) সবার সেরা, এবং খাদিজা (রাঃ) এর ভালোবাসার প্রশংসা করতেন।
———(বুখারীঃ৫২২৯, ৩৪১১)

স্বামী ও স্ত্রীর মাঝে হালকা রাগারাগী হতে পারে এটা ভালোবাসার লক্ষণ কিন্তু মারা মারি করা যাবেনা।

    ৮)  স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া সুন্নাত। স্ত্রীদের সফরে নিয়ে যেতে রাসূল (সাঃ) লটারী করতেন, যার নাম আসতো তাকে নিয়ে ঘুরতে যেতেন।
———(বুখারীঃ২৫৯৩)

    ৯)  শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত।
———(তিরমিযিঃ১০৯৩)

    ১০)  স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নাত। (রাসূল (সাঃ) আয়েশা (রাঃ) কে হূমায়রা বলে ডাকতেন)
————(বুখারীঃ ৫২০৪)

    ১১)  স্ত্রী কে কখনো মারধর না করা সুন্নাত। রাসূল (সাঃ) কখনো কারো উপর প্রতিশোধ নিতেন না, এবং স্ত্রীদের ও মার ধর করতেন না।
———(বুখারীঃ ৬১২৬)

    ১২)  স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলায়ত করা সুন্নাত।
———(বুখারীঃ২৯৭)

    ১৩)  স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা সুন্নাত।
———(বুখারীঃ ৬৭৬)

    ১৪)  হায়েয অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা করা সুন্নাত।
———(বুখারীঃ৩০০)

    ১৫)  স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেয়া সুন্নাত। স্ত্রীকে খাবার খাইয়ে দিলে তা সদকা হিসেবে কবুল হয়, এবং তার প্রতিদান রয়েছে।
———(আবু দাঊদঃ২৮৬৪)

    ১৬)  স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নাত। রাসূল (সাঃ) বলেন আয়েশা তুমি আমার উপর রেগে থাকলে আমি বুঝতে পারি, আয়েশা (রাঃ) বলেন হে আল্লাহর রাসূল কিভাবে বোঝেন আপনি? রাসূল (সাঃ) বলেন তুমি যখন আমার উপর রেগে থাকো তখন বলো “হে ইব্রাহিম (আঃ) এর প্রভু” আল্লাহ্ কে এভাবে ডাকো, আর যখন খোশ মেজাজে থাকো তখন বলো, “হে মুহাম্মদ (সাঃ) এর প্রভু” আল্লাহ্ কে এভাবে ডাকো।
———(বুখারীঃ৫২২৮)


আল্লাহ্ তা'আলা সকলকে রাসূল (সাঃ)-এর সুন্নাত গুলো পালন করার তাওফিক দান করুন। আমীন!!


আরো পড়ুনঃ
স্বামী মারা গেলে স্ত্রীর করণীয়গুলো কি কি?
পুরুষদের বর্জনীয় অভ্যাস